দেশে এক লাখ সৌর প্যানেলে ১ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

রাঙামাটিতে পরামর্শ সভায় তথ্য

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সারা দেশে এক লাখ সৌর প্যানেল স্থাপন করা গেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। রাঙামাটি পার্বত্য জেলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে গতকাল বুধবার জেলা শহরের রাজবাড়ী সড়কের স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টের সেমিনার কক্ষে জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে এক সামাজিক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে রুফটপ বা ছাদভিত্তিক সোলার একটি কার্যকর সমাধান হতে পারে। পাশাপাশি নেট মিটারিং সুবিধার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আয় করার সুযোগও তৈরি হবে।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, বসতবাড়িতে ছাদভিত্তিক সোলার জনপ্রিয় করা গেলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সোলার প্যানেল ও এর সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রাংশের একটি বড় বাজার তৈরি হবে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে। তিনি বলেন, সারাদেশে এক লাখ সৌর প্যানেল স্থাপন করা হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, রাঙামাটির সভাপতি মুজিবুল হক বুলবুল বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুৎ চাহিদা পূরণ করবে না, বরং নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করার সুযোগও দেবে।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নুকু চাকমার সঞ্চালনায় এবং মুজিবুল হক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইউ প্রু মারমা মেরি। স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা। ধারণাপত্র উপস্থাপন করেন ফোরামের সদস্য লিপিকা বক্তব্য রাখেন সুচরিতা চাকমা, উত্তরা ত্রিপুরা, প্রানজিৎ দেওয়ান, মুকুল কান্তি ত্রিপুরা, পলাশ খীসা, বিপ্লব চাকমা, অশোক কুমার চাকমা, শিশির চাকমা, গৈরিকা চাকমা ও সৈকত রঞ্জন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেল কলেজে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী
পরবর্তী নিবন্ধপূর্ব বরকলে কাওয়ালী সন্ধ্যা