দেশে এক দিনে ২৬৯ নতুন শনাক্ত

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে আরও ২৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১ জনের। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন। তাদের মধ্যে ২৮ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৯ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৯৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭১ শতাংশের বেশি। দেশের ৩৪ জেলায় এ সময় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। গত ২৪ ঘণ্টায় ১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ২২ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ২৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধআত্মহত্যায় সহায়তা করতে সুইসাইড পড!
পরবর্তী নিবন্ধবাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে এস আলম গ্রুপের চেয়ারম্যান