দুই দিনের ব্যবধানে আবার হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে দেশে, এক দিনে মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ২১২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২৫ জনের। মে মাসের পর শনিবার প্রথমবারের মত শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে এসেছিল। আর রোববার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৯৮০ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল। এক দিনে মৃত্যু হয়েছিল ২১ জনের, যা ২৬ মের পর সবচেয়ে কম। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা- দুটোই বেড়েছে। খবর বিডিনিউজের।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। মৃত ২৫ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও ১২ জন নারী। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ২০২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন সুস্থ হয়ে উঠলেন।
গত এক দিনে সারা দেশে মোট ২৭হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৪১ শতাংশ ছিল। দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার গত ২১ সেপ্টেম্বর ৫ শতাংশের নিচে নেমে আসে। এরপর তা পাঁচের নিচেই থাকছে।
গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন বাদে চট্টগ্রাম বিভাগের ৮ জন, খুলনা বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ৩ জন এবং রংপুরে বিভাগের বাসিন্দা ছিলেন ২ জন। তাদের মধ্যে ১৩ জন ছিলেন পুরুষ, ১২ জন নারী। ২০ জন সরকারি হাসপাতালে এবং ৫ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।