দেশে একদিনে শনাক্ত ৩৭০ মৃত্যু ৪ জনের

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীতে দেশে গত একদিনে মৃত্যুর সংখ্যা বাড়লেও ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে; আর মৃত্যু হয়েছে ৪ জনের। আগের দিন ৫১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২ জনের। গতকাল শনিবার সকাল পর্যন্ত নতুন শনাক্তদের নিয়ে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনে। তাদের মধ্যে মোট ২৮ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২০৩ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। খবর বিডিনিউজের।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৮ কোটি ৮২ লাখের বেশি রোগী। বাংলাদেশে গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৩৩৩ জনই ঢাকা বিভাগের, যা মোট আক্রান্তের প্রায় ৯০ শতাংশ। যে ৪ জন মারা গেছেন, তারা প্রত্যেকেই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের বাকি সাত বিভাগে একদিনে করোনাভাইরাসে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৬ হাজার ৭০২টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত একদিনে মৃতদের মধ্যে দুজন পুরুষ, দুইজন নারী। তাদের মধ্যে তিনজনের বয়স ছিল ষাটের বেশি। একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের তিনজন সরকারি হাসপাতালে এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধবক্সিরহাটে আগুনে পুড়ল ৭টি দোকান
পরবর্তী নিবন্ধবাঁশ বাগানে বেড়ে ওঠা বাঁশের পণ্যেই সচ্ছলতা