দেশে আর অভাব নেই : তথ্যমন্ত্রী

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশে আর অভাব নেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আগের দিনের মতো বাসি ভাত এখন আর পাওয়া যায় না। আর এটাই হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারিশমা। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।
তথ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্ব নেতারাও করেন। শুধু বিএনপি শেখ হাসিনার উন্নয়ন চোখে দেখে না। মিথ্যাচার করাই বিএনপির কাজ। মিথ্যাচারে একে অপরকে টপকাতে বেশিরভাগ নেতা মিথ্যাচার করেন। মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলায় অ্যাওয়ার্ড পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই তারা নির্বাচন চান না। তারা নির্বাচন ছাড়া মির্জা ফখরুলকে ক্ষমতায় আনতে চায়। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাকর্মী যারা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতিকে টিকিয়ে রেখেছেন তাদেরকেই পদে আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ দেয়া যাবে না : মন্ত্রিসভা
পরবর্তী নিবন্ধনতুন ডাটা প্যাকেজ কার্যকর ১৫ মার্চ থেকে