দেশে আরও ৫ মৃত্যু শনাক্ত ২২১

৩৬ জেলায় নেই নতুন রোগী

| শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ২২১ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। খবর বিডিনিউজের।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ১৫২ জনই ঢাকা বিভাগের, যা মোট সংখ্যার অর্ধেকের বেশি। দেশের ৩৬টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ২১ শতাংশ ছিল।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জনই পুরুষ। তাদের মধ্যে ২ জনের বয়স ৬০ বছরের বেশি। ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং ১ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

পূর্ববর্তী নিবন্ধতিন নারী সম্পাদক পেলেন ওয়ান-ইফরা অ্যাওয়ার্ড
পরবর্তী নিবন্ধফসলি জমিতে বন্যপ্রাণীর হানা কৃষকের ভরসা টং ঘর