দেশে আরও ৩৩ মৃত্যু

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:৪২ পূর্বাহ্ণ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৬ জন। গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। আর গত এক দিনে মারা যাওয়া ৩৩ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩০৫ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন হয়েছে। খবর বিডিনিউজের। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৮ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের এবং ১ জন করে মোট ৩ জন খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৩০৫ জনের মধ্যে ৪ হাজার ১০৪ জন পুরুষ এবং ১ হাজার ২০১ জন নারী। তাদের মধ্যে ২ হাজার ৭১৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৪২৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬৮০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩০০ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১২০ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২৪ জনের বয়স ছিল ১০ বছরের কম।

পূর্ববর্তী নিবন্ধযে নারীর সংস্পর্শে এসে করোনা আক্রান্ত ট্রাম্প
পরবর্তী নিবন্ধকর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর