দেশে আটকা পড়া প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা চালুর আহ্বান সুজনের

মতবিনিময় সভা

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

করোনাকালীন সময়ে যে সকল প্রবাসী দেশে এসে আটকা পড়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা চালুর আহবান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

গতকাল সোমবার নগরীর জামালখান প্রেসক্লাব ভবনে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীরা সুজনের সাথে মতবিনিময় করতে আসলে তিনি এ দাবি জানান।

মতবিনিময়ের প্রারম্ভে প্রবাসীরা দেশে এবং বিদেশে তাদের বিভিন্ন অসুবিধার কথা সুজনের নিকট উত্থাপন করেন। এছাড়া বিমান বন্দরসহ সরকারি বিভিন্ন দপ্তরে তাদের হয়রানির কথা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা পূর্বক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সময় সুজন বলেন, দীর্ঘদিন প্রবাস জীবনে নিজের পরিবার পরিজনের আবদার পূরণ করার পর শেষ সময়ে নিজের কাছে কিছুই অবশিষ্ট থাকে না। তখন তাদেরকে অনেকটা অসহায় জীবন যাপন করতে হয়। তাই প্রবাসীদের জন্য পেনশন স্কিম চালু হলে শেষ বয়সে এসে তাদের আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।

সুজন বলেন, বহু প্রবাসী করোনাকালীন সময়ে দেশে এসে আটকা পড়ে কাজ হারিয়েছেন এবং যারা অবৈধভাবে বিদেশে অবস্থান করছেন তাদেরকে যদি আর্থিক সুবিধা প্রদান করা যায় তাহলে তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হবে বলে মন্তব্য করেন তিনি। প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম মুসা মিরদাদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মো. ইকবাল শফি, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এইচ.এস.জামাল চৌধুরী, সাধারণ সম্পাদক কে.এম.আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এম.এয়াকুব আলী, চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন, মহানগর সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. সামসুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় তালবদ্ধ ঘর থেকে স্বর্ণালঙ্কার ও ২ লাখ টাকা চুরি
পরবর্তী নিবন্ধকাজ করছিলেন ফসলি জমিতে, হঠাৎ বজ্রপাতে মৃত্যু