দেশের ৩৮ জেলায় নতুন রোগী নেই

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬ জনের মৃত্যু হয়েছে; গত এক দিনে সংক্রমণ ধরা পড়েছে আরও ২৭৭ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে ২৮ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৯৬ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ২০৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। খবর বিডিনিউজের।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২১৮ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৮ শতাংশের বেশি। গত একদিনে সারাদেশের ৩৮টি জেলায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় যে ৬ জন মারা গিয়েছেন তাদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের। বাকীদের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গিয়েছেন। গত একদিনে খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি করোনাভাইরাসে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২০ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১০ লাখ ৪১ হাজার ৪০৬টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ, যা আগেরদিন ১ দশমিক ৪৫ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার চেয়ারম্যান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধপণ্যের গুণগত মান ঠিক রাখলে কমবে আমদানি নির্ভরতা