দেশের প্রথম পাতাল মেট্রোরেল ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন–১ (এমআরটি) এর নির্মাণকাজ আগামী ২৬ জানুয়ারি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরমধ্যে দিয়ে রাজধানী ঢাকায় দ্বিতীয় মেট্রোরেলের আনুষ্ঠানিক কর্মযজ্ঞ শুরু হচ্ছে। এ প্রসঙ্গে লাইন–১ এর প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূঁঞা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খালি প্লটে লাইন–১ পাতাল রেলের শুভ সূচনা করবেন। তিনি একটি ফলক উন্মোচন করবেন। এরমধ্য দিয়ে লাইন –১ এর ডিপোর কাজ শুরু হবে। খবর বাংলানিউজের।
তিনি বলেন, পিতলগঞ্জের ডিপো নির্মাণ এলাকায় জায়গার সংকুলান হবে না তাই এটি এখানেই করা হবে। প্রকল্প অনুযায়ী এমআরটি লাইন–১ বিমানবন্দর রূট এবং পূর্বাচল রূটে বিভক্ত থাকবে।
প্রসঙ্গত, এমআরটি–৬ এর একাংশ ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে এ পথে শুরু হয় যাত্রী চলাচল।











