দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা শুধু ভারতের স্বার্থই বাস্তবায়ন করেছে

আলোচনা সভায় আবু সুফিয়ান

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে পচতে সময় দিয়ে দেশবাসীকে ধৈর্য ধরতে বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই সরকার জনবিক্ষোভে করুণভাবে বিদায় নেবে। সবাই যখন এদের বিরুদ্ধে ঘর থেকে বেরিয়ে আসবে, তখন তারা জনগণের কাছে এসে আত্মসমর্পণ করতে বাধ্য হবে।’ আজকে দলের নেতাকর্মীদের রেখে তিনি নিজের বোনকে নিয়ে ঠিকই পালিয়েছেন। বর্তমানে আওয়ামী লীগ পচে এমন গন্ধ ছড়াচ্ছে দেশবাসী আর এদের গ্রহণ করতে রাজি নয়। গত ১৬ বছরে জনগণের ভাগ্যন্নোয়নের নামে তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দেশের মানুষের প্রতি শেখ হাসিনার কোনো দরদ ছিল না, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি শুধু ভারতের স্বার্থসিদ্ধিই হাসিল করেছে। ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ দেশের মানুষকে ক্রীতদাসে পরিণত করেছিল।

গত ১৬ আগস্ট সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা ও সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ খালাসীপুকুর ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জীবনবাজি রেখে জনগণের ভোটাধিকার আদায়ের জন্য লড়াই করেছি। নেতাকর্মীদের অনেকে কয়েক শত মিথ্যা গায়েবি মামলার আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম ও খুন হয়েছে। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ টিকে থাকার জন্য লাঠিয়াল ও হেলমেট বাহিনী তৈরি করেছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে পরিণত করেছে দলীয় ক্যাডারে। ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি এবং এ বিজয় যাতে কেউ নস্যাৎ করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বখতেয়ার, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী ইলিয়াছ শেকু, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ হাসান লিটন, হাজী আইয়ুব।

৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হক মাসুদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহসভাপতি ম. হামিদ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসন, মো. আলম, মো. আলমগীর, সাইদুল ইসলাম, মোরশেদ কামাল, মো. শহীদুজ্জামান, ইসকান্দর হোসেন, জামাল উদ্দিন, জালাল উদ্দিন, মো. আজমল, মো. ফারুক, জহিরুল ইসলাম জহির, আব্দুর রশিদ, মো. মুরাদ, মো সাইফু, মো. মিজান, মো. সরোয়ার, মো. রাশেদ, রাসেল, রুবেল, শওকত, সাফায়াত হোসেন সোহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক হাউজিং সোসাইটিতে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে আহত রোগীদের পাশে অঙ্গীকার ফাউন্ডেশন