দেশের সেরা তিন গুণী শিক্ষকের একজন চট্টগ্রামের লুৎফুন্নিছা খানম

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত গুণী শিক্ষক নির্বাচনে জাতীয় পর্যায়ে মাধ্যমিক স্তর থেকে সেরা তিন জনের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রাতঃ) লুৎফুন্নিছা খানম।

চট্টগ্রাম জোন থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার গৌরব অর্জন করেন তিনি। এর আগেও শিক্ষকতার জন্য তিনি বিভিন্ন ধরনের পদক, সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

নিজেকে শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ রাখেননি লুৎফুন্নিছা খানম। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ে তোলার অদম্য নেশায় ইতোমধ্যে আমেরিকা, ইংল্যান্ড, তাইওয়ান, রোমানিয়া, আর্জেন্টিনা, পেরু, ভারতসহ বিশ্বের ১৩ টি দেশের ২৮টি প্রজেক্ট সম্পন্ন করেছেন, বর্তমানে আরও ২টি প্রজেক্ট চলমান রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর ফোরামের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত আছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার পদচারণা সমানভাবে উজ্জ্বল। সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড ও স্লোভেনিয়ায় অনুষ্ঠিত নানা প্রশিক্ষণ ও কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছেন, যা তাঁর অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে করেছে আরও সমৃদ্ধ। শিক্ষকতার মহান ব্রতকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের নিয়ে নিরলস পরিশ্রম, নতুনত্বের সাধনা ও সৃজনশীলতার আলোয় চারপাশকে আলোকিত করে চলেছেন লুৎফুন্নিছা খানম। তিনি শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা, সহকর্মীদের প্রেরণা এবং সমাজের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা বলেও মন্তব্য করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআদ-দ্বীন ইসলামিক ইনস্টিটিউটের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধ‘আমাদের কাঞ্চনা’র ফ্রি মেডিকেল ক্যাম্প