নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, দেশের প্রতিটি সংকট মুহূর্তে শহিদ জিয়ার পরিবার ও তাঁর গড়া দল বিএনপির নেতাকর্মীরাই আলোকবর্তিতা হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছে।
উত্তর জেলা বিএনপি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, স্বাধীনতার মহান ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা।
তিনি গতকাল শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার রাঙ্গুনিয়াস্থ মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে মাজার প্রাঙ্গণ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্য রাখছিলেন। উক্ত সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নুর মোহাম্মদ, কর্ণেল (অব🙂 আজিম উল্লাহ বাহার, মনিরুল ইসলাম ইউসুফ, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, হাসান মোহাম্মদ জসিম, সরোয়ার উদ্দিন সেলিম, মুরাদ চৌধুরী, জহির আজম চৌধুরী, আবু মোহাম্মদ, এজাহার মিয়া, শফিউল আলম চৌধুরী, মুরাদুল আলম, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, ফজল বারেক, মোঃ ছিদ্দিক, মেহেরুন নেসা নার্গিস, আবদুল মোতালেব চৌধুরী, মৌলানা জমির উদ্দিন, ছৈয়দ নাসির উদ্দিন, আব্দুস সালাম, নবাব মিয়া চেয়ারম্যান, আয়ুব খান জনি, ফজল হক, সেলিম নুর, শামসুল আলম বাবু, মোহাম্মদ নাছির, বদরুল আলম, মৌলানা জয়নাল আবেদীন, এইচ এম নুরুল হুদা, মনিরুল আলম জনি, নুর উদ্দিন, মোহাম্মদ ওয়াসিম, মহিউদ্দিন চৌধুরী, মিনহাজ উদ্দিন, ইরফানুল হক রায়হান, সাফায়েত হোসেন রাকিব প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাটহাজারী বিএনপি : হাটহাজারী প্রতিনিধি জানান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জিয়াউর রহমানের মত মানুষ বছরে বছরে কিংবা যুগে যুগে জন্মায় না। জাতির এমন একজন ক্ষণজন্মা পুরুষের জন্য অপেক্ষা করতে হয় শতাব্দীর পর শতাব্দী। তাইতো জিয়া শতাব্দীর মহানায়ক। এমন রত্নাগর্ভা সন্তান শতাব্দীর বিস্ময়। জিয়াউর রহমানের দেশপ্রেমকে ইতিহাস কুর্নিশ করে। জাতি ও দেশ কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান ছিলেন জাতির দিশারী ও আলোকবর্তিকা। জিয়া দেশপ্রেম ও সততার প্রতিশব্দ। দেশপ্রেম, সৎ সাহস, সততা আর দায়িত্বশীলতার মানদন্ডে তিনি ছিলেন অনন্য একজন। হাটহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার হাটহাজারী পৌরসভার বাস স্টেশন চত্ত্বরে হাটহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জাকের হোসেন। পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমের সঞ্চালনায় এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান (সাবেক), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান দৌলত, মো. শাহেদুল আজম শাহেদ, এডভোকেট রিয়াদ, মো. হাবিবুর রহমান, তকিবুল হাসান চৌধুরী তকি, মো. হেলাল উদ্দিন, মো. আরেফিন সাইফুল, রেজাউল করিম চৌধুরী রকি, মো. শাহেদ খাঁন, পারভীন জাহান চৌধুরী, জোসনা আক্তার প্রমুখ।
চট্টগ্রাম মহানগর বিএনপি : বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল রবিবার সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। সমাধিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য এম এ হান্নান, এস এম ফয়েজ, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, কামরুল ইসলাম, জাফর আহমেদ, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম এ সবুর, আবু মুসা, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফসহ নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, সামরিক কিংবা রাজনৈতিক যুদ্ধে জিয়াউর রহমান কখনও পরাজিত হননি। তেমনি সততা ও দেশপ্রেমের নজিরে তিনি আজ অবধি অপ্রতিদ্বন্দ্বী।
ড্যাব চট্টগ্রাম : শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রামের উদ্যোগে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন এবং বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক ডাঃ শেখ মুজিবুর রহমান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুর রব, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ডা. জুনায়েদ মাহমুদ খান, ডা. আনিসুল হোসেন বাবুল, প্রফেসর ডা. ময়নাল হোসেন, ডা. রিফাত কামাল রনি,ডা. ইমরোজ উদ্দিন,ডা. মিজানুর রহমান, ডা. কামরুল ইসলাম, ডা. শাখাওয়াত মাহমুদ খান, ডা. মারুফ উল কাদের, ডা. মোদাচ্ছির রহমান, ডা. আসিফ মহারাজ, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. মেহেদী হাসান, ডা. সাদ্দাম হোসেন, ডা. মোজাহেরুল ইসলাম, ডা. মাহমুদুল হাসান, ডা. রাজেদ আল হাসান
ডা. মুন্সী ফয়জুল রাব্বী, ডা. আরিফ, ডা. শাহরিয়ার, ডা. জাহেদ ইমন, ডা. ইয়াসির আরাফাত, ডা. মাহফুজ, ডা. হান্নান খান, ডা. জুলফিকার হাসান বাপ্পী. ডা. সালাউদ্দীন স্বপন, ডা. তরিকুল ইসলাম, ডা. সাহিক আহমেদ, ডা. জাহিদ, ডা. আরমান হোসেনসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বোয়ালখালী উপজেলা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশের প্রতিটি সংকট মুহূর্তে শহিদ জিয়ার পরিবার ও তাঁর গড়া দল বিএনপির নেতাকর্মীরাই আলোকবর্তিতা হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন হামিদুল হক মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজম খান, আক্কাস খান, শাহ আলম, ইঞ্জি. এস. এম তারেক, আরিফ চৌধুরী ছোটন, শেখ মনিরুল ইসলাম, আবু সিদ্দিক, কফিল উদ্দীন, সোলায়মান মেম্বার, সাইফুদ্দীন, পেয়ার আহমেদ, এমদাদ আনছারী। বক্তব্য রাখেন জামাল উদ্দীন, ইসমাইল হোসেন, সায়েম হোসেন টিটু, মহসীন খোকন, গোলাম হোসেন নান্নু, জাহেদুল হক রাশেদ, নুর হোসেন, ইব্রাহিম চৌধুরী, নজরুল ইসলাম, নুরুল আবছার, জাহিদ শাহরিয়ার, শাহাদাৎ হোসেন জিকু, ছাত্রদল নেতা মোহাম্মদ রায়হান, জাহাঙ্গীর আলম পারভেজ প্রমুখ।
মহানগর যুবদল : জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল রোববার নগরীর এ কে খান মাহমুদ খাঁ জামে মসজিদে পাহাড়তলী, খুলশী ও আকবর শাহ থানা যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, আব্দুর রহিম সজল, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, মুহাম্মাদ সাগির, রাজিবুল হক বাপ্পী, গাজী ফারুক, হোসেন উজ জামান, মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, আফসার উদ–দোলা অপু, আজিজ চৌধুরী, আব্দুল করিম প্রমুখ।
আনোয়ারা বিএনপি : আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল রবিবার জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও আনোয়ারা উপজেলা বিএনপি সংগঠনের নেতাদের মাঝে শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতারুন নবী চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, আব্দুল জলিল, কাশেম মেম্বার, মোঃ ইউনুছ, মামুনুর রশিদ, জসিম উদ্দিন, জামাল উদ্দিন আনসারী, নুর আলী, লোকমান সওদাগর, আহমদ নুর, জলিল উদ্দিন, এডভোকেট আব্দুল রহিম, ইমরান চৌধুরী, মোঃ হাসান, ফরিদ উদ্দিন, বাবু খান, মোঃ এখলাছ, মো আনিস, মো ইদ্রিছ, আবু তাহের, আব্দুল কাদের, মোঃ ফারুক, আবদুল হাকিম, নিজাম উদ্দিন, শাবলু, আব্দুর রহিম, সুমন, রাশেদ, মন্নান, ওসমান, নাজিম, মোজাম্মেল, নাজিম উদ্দিন, মাসুদ উদ্দিন, নজরুল ইসলাম, লোকমান উদ্দিন, নুরুল ইসলাম মেম্বার, জামাল উদ্দিন, জাফর উদ্দিন, মোঃ শহীদুল ইসলাম, এডভোকেট ওহিদুল ইসলাম চৌধুরী, নুরুল আজিম, শামসুল আলম,আবুল হাশেম, জিয়াউর রহমান, তানজিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রকামী মানুষের অতন্দ্র প্রহরী। এদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদান চিরস্মরণীয়। গতকাল রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, পৌরসভা কৃষকদলের সভাপতি কাউসার কমিশনার, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সজীবসহ অনেকেই।