দেশের যুব সমাজ আমাদের প্রাণশক্তি

লোহাগাড়ায় যুব সম্মেলনে শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী একটি সহীহ ইসলামী আন্দোলনের নাম। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের অন্যায়ভাবে নিষিদ্ধ করেছিল। আওয়ামী সরকারের আমলে জামায়াত ও ছাত্রশিবিরের উপর যেভাবে দমনপীড়ন চালানো হয়েছে, তা বিশ্ব ইতিহাসেও বিরল। দেশের যুব সমাজ আমাদের প্রাণশক্তি। আগামী জাতীয় নির্বাচনে যুবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার আধুনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আধুনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী অধ্যক্ষ আ..ম নোমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুস ছালাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শামীম আক্তার ও চুনতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরের আগুন তদন্তে বিশেষজ্ঞ আসছেন ৪ দেশ থেকে
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমানের কবরে জিয়া সাইবার ফোর্স উত্তর জেলার শ্রদ্ধা