দেশের মায়া

লিপি তালুকদার | বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

আমি কেবল দেশের মায়ায় বাঁচি

দেশ যে আমার হাসায়, কাঁদায়,

দেশ সামনের পথ এগিয়ে যেতে

আর, মানুষ হতে প্রতিদিন ভাবায়।

দেশের মাটি, মানুষ, আলো বাতাস

প্রাণভরে উপভোগ করি যত দান,

মায়ের মতোন জড়িয়ে রাখে দেশ

দেশপ্রেমের টানে বাঁধি সুরের গান।

দেশের মায়া ছেড়ে কোথা আর যাবো

কোথায় গেলে পাবো এমন ছায়া,

দেশ যে আমার আপনার আপন

কোনোদিন যেন না হারায় দেশের মায়া।

পূর্ববর্তী নিবন্ধশহুরে ঘুম
পরবর্তী নিবন্ধশিক্ষাগুরু