দেশের মানুষ শান্তিতে নেই

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাফরুল ইসলাম

| শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা জেলে পাড়ায় অগ্নিদুর্গত ২৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করেছে ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। এ সরকারের আমলে সব জায়গা দুর্নীতিতে ছেয়ে গেছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট আজিজুল হক, নুরুল আবছার চৌধুরী, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম রানা, হাজী বদরুজ্জামান সিকদার, হাফেজ কামরুল ইসলাম সিকদার, জসিম উদ্দীন, শহিদুল ইসলাম সিকদার, নুরুল আবছার সিকদার, মুবিনুল হক রানা, রুহুল আমিন, আবু ছৈয়দ, গিয়াস উদ্দীন সিকদার, নাজিম উদ্দীন সিকদার, এনামুল হক, সোহেল সিকদার, নুরুল আলম বাদশা, ওবাইদুল্লাহ, রবিউল আলম, হাফেজ মহিবুল্লাহ, নাজিম উদ্দীন কালু, রেজাউল করিম সিকদার, আজগর হোসেন বাদশা প্রমুখ।
শেষে পশ্চিম বড়ঘোনা নতুন মার্কেটে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় উদ্বোধন করেন জাফরুল্লাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ও রামুতে শ্রমিক লীগ নেতৃবৃন্দের ওপর হামলার নিন্দা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে ব্রিজ ভেঙে খালে