বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডক্টর মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের মানুষের সমস্যা–সম্ভাবনা, সার্বভৌমত্ব, সংবিধান ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরাই বিটিভির মূল অঙ্গীকার। তিনি গতকাল শনিবার াংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা–কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। তিনি বলেন, বিটিভি সবসময় জনকল্যাণমুখী। দেশের মানুষের চাহিদা–প্রত্যাশা ও সামগ্রিক উন্নয়ন চিন্তা করেই বিটিভি বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ প্রচার করে থাকে। কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুর আনোয়ার রনজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সুব্রত কুমার দাস, ক্যামেরা কন্ট্রোলার পান্থ রেজা, প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন ও বিভিন্ন শাখাপ্রধানসহ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারী অংশগ্রহণ করেন।
এসময় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের গুরুত্বপূর্ণ দিক এবং বিভিন্ন শাখার পক্ষ থেকে জনবল সংকট ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদির অপর্যাপ্ততার বিষয়গুলো তুলে ধরা হয়। বিটিভির মহাপরিচালক কেন্দ্রের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি প্রান্তিক ও সাধারণ মানুষের সুখ–দুঃখ, হাসিকান্না এবং তাদের বিভিন্ন সমস্যা টিভি পর্দার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পরামর্শ দেন। এর আগে তিনি কেন্দ্রের নির্মাণাধীন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন প্রকল্পের আওতায় বহুতলবিশিষ্ট মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পাশাপাশি তিনি কেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।