দেশের মাটিতে সব ক্রিকেট আসর হবে বঙ্গবন্ধুর নামে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

২০২০ সালের ১৭ মার্চ থেকে বাংলাদেশ চলছে মুজিব শতবর্ষ। গতকাল সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসব-আনন্দে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ শুভ দিন উদযাপন উপলক্ষে দেশে চলছে নানা আয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ দিনটি ঘটা করে পালন করেছে। বিসিবির উদ্যোগে মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে কোরআন খতম ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করেন। পরে গণমাধ্যমের সাথে কথাও বলেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, দেশের মাটিতে যত ক্রিকেটীয় আসর আছে এ বছর, তার সবগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হবে। পাপন বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট আছে দেশে, তার সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে। দেশের বাইরে কোনো সিরিজ কি বঙ্গবন্ধুর নামে আয়োজন সম্ভব? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, এটা আসলে আমাদের হাতে না। সেটা যাদের সাথে খেলা ওই দেশ ডিসাইড করে সিরিজের নাম কি হবে। এটা এখন পর্যন্ত আমরা চিন্তা করে দেখিনি। তবে দেশে ঘরোয়া বা আন্তর্জাতিক যে খেলাই হোক আমরা বঙ্গবন্ধুর নামে করব। এরই মধ্যে করোনাকালেও গত এক বছরে বেশ কয়েকটি টুর্নামেন্ট এবং সিরিজ বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হয়েছে। বিপিএলের পরিবর্তে বঙ্গবন্ধু কাপ আয়োজন করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিও হয়েছে বঙ্গবন্ধু সিরিজ হিসেবে। মুজিববর্ষ উপলক্ষে এ বছর বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে একটি সিরিজ আয়োজনের কথা ছিল। কিন্তু করোনা এসে সব এলোমেলো করে দিল। না হয় ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামী সপ্তাহে রাজধানী ঢাকায় বিশ্ব ক্রিকেট তারকাদের মিলনমেলা বসতো। কথা ছিল, ২১ ও ২৩ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। কিন্তু করোনার কারণে তা আর হলো না। তবে পাপন জানিয়েছেন, যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন আগামী ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাই হতাশ হওয়ার কিছু নেই। ডিসেম্বরের মধ্যেই বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ওই দুই প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে। সময় ও সুযোগ পেলে তা আয়োজন করা হবে। বিসিবি প্রধান বলেন, আসলে কোভিড পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে এখন। সেটাও আমাদের চোখে রাখতে হচ্ছে। তিনি জানান অবশ্যই আমাদের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব এই সিরিজটা করা। তবে সেক্ষেত্রে অনেক কিছু নির্ভর করছে কাদের পাওয়া যাবে এই সময়ে তার উপরও। তবে বিসিবি চাইছে ম্যাচ দুটি আয়োজন করতে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল দলে করোনার হানা
পরবর্তী নিবন্ধভ্যাকসিনের আওতায় আসছেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা