দেশের মাটিতে খেলতে বাধা নেই সাকিবের

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর প্রশ্ন উঠেছে সাকিব আল হাসান কি দেশে ফিরবেন? ফিরলেও দেশের মাটিতে তিনি খেলতে পারবেন কি না? কারণ একে তো তিনি ছিলেন ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। তার ওপর আবার তিনি আবার হত্যা মামলার আসামি। তাই প্রশ্নটা বড় হয়ে আসছিল বারবার। ড. মুহাম্মদ ইউনূচের নেতৃত্বে অন্তরবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এরই মধ্যে সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ফলে সাকিব এখন সাবেক সংসদ সদস্য। এরইমধ্যে সরকার পতনের পর দেশের বাইরে বাংলাদেশের দলের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছিলেন তিনি। সেখানে দুই টেস্টের সিরিজ খেলে গিয়েছিলেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে। এরপর ইংল্যান্ড থেকে ভারতে দলের সাথে যোগ দেন সাকিব। এখন ভারতের মাটিতে খেলছেন তিনি। এই সিরিজ শেষে তিনি দেশে ফিরবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ হত্যা মামলার কারণে দেশে ফিরলে এই দেশসেরা অলরাউন্ডারের গ্রেপ্তার হওয়ার শঙ্কা থাকছে। গ্রেপ্তারের শঙ্কা মাথায় নিয়ে সাকিব কি দেশে ফিরবেন?

জবাবে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস মনে করেন, সাকিবের বাংলাদেশে আসতে কিংবা খেলতে কোনো সমস্যা হবে না। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নাফীস বলেন সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। ভারত সফর শেষ করে বাংলাদেশ দল নিজেদের ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে। এই সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে নাফীস জানান, সাকিবের যদি ইনজুরি বা নির্বাচনজনিত কোনো সমস্যা না থাকে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারবেন। বলা যায় তার খেলতে কোন বাধা নেই। তিনি বলেন সাকিবের ব্যাপারে অন্তবর্তীকালীন সরকারের অবস্থান খুব স্পষ্ট। ইনজুরির কোন সমস্যা এবং নির্বাচনজনিত কোনো ইস্যু না থাকলে, এখন পর্যন্ত সাকিবের ঘরের মাঠে সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখি না। যদিও এখনো বাংলাদেশ দলেল আরেকটি টেস্ট বাকি রয়েছে ভারতের বিপক্ষে। কানপুরে সে টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী শুক্রবার। যদিও সে টেস্টে সাকিব খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। কারন তার আঙুলে এখনো ইনজুরি রয়েছে। বাংলাদেশ দলের ফিজিও জানিয়েছেন কানপুর টেস্টের আগ পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি কতটা ফিট হয়ে উঠেন তা দেখা হবে। এরপর সাকিবকে কানপুর টেস্টে খেলার অনুমতি দেওয়া হবে। যদি ইনজুরি মুক্ত হতে না পারেন সাকিব তাহলে কানপুরে খেলা হবেনা তার। তখন তাকে অপেক্ষায় থাকতে হবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য। আর সে সিরিজে সাকিব না খেলার কোন কারন দেখেননা বলে জানিয়েছেন বিসিবির অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস।

পূর্ববর্তী নিবন্ধনভেম্বরে বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন হামজা চৌধুরী
পরবর্তী নিবন্ধব্যর্থতা ঘুচাতে বিশ্বকাপে যাচ্ছে নারী ক্রিকেট দল