দেশের মর্যাদা বিশ্বময় ছড়িয়ে গেছে

স্মারক প্রদান অনুষ্ঠানে মাহতাব

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ১৯৭১ সালে যে বিজয় অর্জন তার সুবর্ণজয়ন্তী উদ্‌্‌যাপনে দেশের মর্যাদা বিশ্বময় ছড়িয়ে গেছে। জাতির পিতার অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ বিশ্বের বিষ্ময় ও উন্নয়নের রোল মডেল। সব ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে সকলের বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদকে ঘুচিয়ে দেশকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব পরিমণ্ডলে জায়গা করে দিয়েছেন। মহান বিজয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উদ্‌্‌যাপন উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল শনিবার সকালে নগরীর শাহ আমানত দরগাহ গেইট এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তনজিমুল মোছলেমীন এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘বিজয়ের ৫০ বছর সফলতার ম্যাজিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নাজিম উদ্দিন শ্যামল, ব্যারিষ্টার সওগাতুল আনোয়ার খান, আলী আহমদ শাহীন ও কবি আসিফ ইকবাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. সেকান্দর চৌধুরী বলেন, গত ৫০ বছরে দেশে অনেক এগিয়ে গেছে। বিজয়কে অর্থবহ করতে দেশকে অর্থনৈতিক ক্ষেত্রে আরও শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যে চলমান উন্নয়ন ধারা আরো বেগবান করতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সম্মাননা স্মারকে ভূষিত তনজিমুল মোছলেমীন এতিমখানা, কবি আকবর হোসেন ও আবদুল আজিমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাসানচরে পৌঁছেছেন আরও ৬১৩ রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধআজকের সমৃদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুরই স্বপ্ন : মেয়র