দেশের মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন দরকার : খসরু

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

দেশের মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। যুগপৎ আন্দোলনের সঙ্গী এনডিএম ও গণ অধিকার পরিষদের সঙ্গে দলটির লিয়াজোঁ কমিটির এ বৈঠক হয়। বিকেল ৪টায় এনডিএম নেতাদের সঙ্গে বৈঠক শুরু করে বিএনপি। এরপর বিকেল ৫টায় গণ অধিকার পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে আমীর খসরু বলেন, নির্বাচনের সময়সীমার ওপর আলোচনা করা হয়েছে, সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের জন্য। নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে। খবর বাংলানিউজের।

তিনি বলেন, দেশের সার্বিক সমস্যা, দেশিবিদেশি যে সমস্যাগুলা আছে, তার সার্বিক সমাধানে এ মুহূর্তে একটি নির্বাচিত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যত তাড়াতাড়ি সম্ভব হবে, দেশের জন্য ততই মঙ্গল। অন্তর্বর্তী সরকারের ট্রানজিশনটা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক সরকারের দিকে যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়, আমরা সেজন্য সরকারকে সহযোগিতা করব।

গণঅধিকার পরিষদের একাংশের সদস্যসচিব ফারুক হাসান বলেন, নির্বাচন কবে হতে পারে তার একটি টাইমফ্রেম অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন। আমাদের কাছে মনে হয়েছে, তিনি যে সময়ের কথা বলেছেন তা পরিষ্কার নয়। কিছুটা ধোঁয়াশাপূর্ণ। তিনি বলেন, দেশের জনগণের কাছে মনে হয়েছে, এটি পরিষ্কার কোনো রোডম্যাপ নয়। আমরা তার কাছে একটি পরিষ্কার রোড ম্যাপ চেয়েছিলাম। তারা আসলে কী কী সংস্কার চান, কত সময়ের মধ্যে করতে চান, সেই সংস্কার করে কবে নির্বাচনের দিকে যাবেন এবং রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতার শান্তিপূর্ণভাবে হস্তান্তর করবেন, বাস্তবে সেই ধরনের পরিষ্কার কোনো রোডম্যাপ না পাওয়ার কারণে আমরা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি।

ফারুক হাসান বলেন, আমরা চাই অতি দ্রুত জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশিত সংস্কার পার্লামেন্টের মাধ্যমে করবে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ সাবেক মন্ত্রী এমপির বিষয়ে ব্যবস্থা চায় দুদক
পরবর্তী নিবন্ধমেঘনায় জাহাজে মিলল ৫ গলাকাটা লাশ