দেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে

সেমিনারে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের ভবিষ্যত প্রজন্মকে প্রধান মন্ত্রী ঘোষিত স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য শিক্ষকদের সাথে বিদ্যলয় পরিচালনা পরিষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের মনোযোগী এবং সচেতন হতে হবে। তিনি গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক সেমিনার, প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক শ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সরকারহাট বাজার সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রমজান আলী চৌধুরী। প্রধান শিক্ষক বিজয় কুমার দত্ত ও সহকারী শিক্ষক কবরি পাল, শেলী দে ও সৈয়দ আবদুল মাবুদের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন্ব ইউনুস গনি চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, ডা. নিজাম মোরশেদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ শামীম। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম সিরাজী। প্রধান অতিথি উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লায়ন অশোক কুমার নাথ। পরে তিনি এরপর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধমহালয়ায় শুরু হলো দুর্গা পূজার আনুষ্ঠানিকতা
পরবর্তী নিবন্ধমৈত্রী চৌধুরীহাট কর্মজীবী সমিতির বস্ত্র বিতরণ