দেশের বিরুদ্ধে নানা যড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতা বিরোধী চক্র

চন্দনাইশে ঈদ পুর্নর্মিলনী অনুষ্ঠানে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৭:০৩ পূর্বাহ্ণ

সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের বিরুদ্ধে নানা যড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতা বিরোধী চক্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে, এসব সহ্য হচ্ছেনা বিএনপি ও তার মিত্রদের। তারা অতীতের মতো আবারও বিদেশের কাছে নানা মিথ্যাচার শুরু করেছে। তাই এখন থেকেই সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গত ৩০ জুন কাঞ্চননগরস্থ তার নিজ বাড়িতে চট্টগ্রাম১৪ চন্দনাইশসাতকানিয়া (আংশিক) নির্বাচনী এলাকার আওয়ামী পরিবারের সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী সভায় এসব কথা বলেন। চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগের সহসভাপতি এমএ সাঈদ, উপজেলা আ.লীগের সহসভাপতি আবুল বশর ভুইয়া, মাস্টার আহসান ফারুক, কায়সার উদ্দীন চৌধুরী, চেয়ারম্যান মো. আবদুল আলীম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ পেলেন চবির ২ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধপর্যটকদের জন্য চালু ফুল ডে ট্যুর সার্ভিস