দেশের বাইরে থেকে সাকিব খেলতে পারবেন কি না, সিদ্ধান্ত নেবে বোর্ড

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১২:০০ অপরাহ্ণ

বাংলাদেশপাকিস্তান টেস্ট সিরিজে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি একাদশে আছেন তিনি। তবে ভবিষ্যতে দলের সঙ্গে দেশের মাটিতে অনুশীলন না করে সাকিব খেলার সুযোগ পাবেন কি না, এমন প্রশ্ন ছিল বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের কাছে। বুধবার মিরপুরে উত্তরে তিনি বলেন, ‘সাকিব বাইরে থেকে খেলতে পারবে কি না আরেকটা ব্যাপার। যেটা আমরা খুব গুরত্বের সঙ্গে দেখবো। সাকিবের ব্যাপারটা আসলে বলেছি, বোর্ডের কিছু পলিসি থাকে। এটা আমি আমার ডিরেক্টরদের সাথে আলাপ করবো, পলিসি কি হওয়া উচিৎ সাকিব আল হাসানের ব্যাপারে।’

ফারুক বলেন, ‘বোর্ডের সঙ্গে আলোচনা করবো সাকিব এখন কী অবস্থায় আছে, এ অবস্থায় সে কী চালিয়ে যেতে পারবে কী না। অবশ্যই ডিপেন্ড করে যে দুটি টেস্ট ম্যাচ আছে তার পরে কী হবে। তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে।’ ‘প্রধান নির্বাচক একটা ইন্টারভিউ দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে, তাকে যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো ওকে নিওনা, তাহলে এটা পলিসি ম্যাটার হতো। সে দায়িত্বটা বোর্ডের উপর দিয়ে দিতো, সেটা (পলিসি) যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে।’

ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়েও প্রায়ই আলোচনা তৈরি হয়। বিশেষত সিরিজ চলাকালীন মাঠের বাইরের কর্মকান্ডে সমালোচিত হন তারা। এ ব্যাপারেও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন নতুন বোর্ড প্রধান। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কি করতে পারবে, কি করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি।’ ‘বিশেষ করে সফর চলাকালীন সময়, সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে, কি পারবে না, এসব থাকবে। আপনার যদি লিখিত থাকে, সফর চলাকালীন সময় আপনি কোন বিজ্ঞাপন করতে পারবেন না। তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না। এটা যদি পরিস্কার লেখা থাকে, তাহলে সুবিধা হবে।’

পূর্ববর্তী নিবন্ধহাথুরুসিংহের বিকল্প খোঁজার ঘোষণা বিসিবি সভাপতির
পরবর্তী নিবন্ধবাবরকে আউট করে স্বপ্ন পূরণ শরিফুলের