দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে

রামুতে পতাকা উত্তোলনে সেনাপ্রধান

রামু প্রতিনিধি | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল বৃহস্পতিবার রামু সেনানিবাসে ৪টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার জন্য অসংখ্য বীর আত্মোৎসর্গ করেছেন। তাদের সেই মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এসময় তিনি অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
এর আগে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরী সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান। এরপর প্যারেড কমান্ডার মেজর রিফাত উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষদল কুজকাওয়াজ প্রদর্শন এবং সেনাপ্রধানকে জেনারেল সালাম প্রদান করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর স্টেশন সদর দপ্তর, রামু স্টাটিক সিগন্যাল কোম্পানি রামু, সিএমএইচ রামু এবং ১০ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান ও উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধভাস্কর্যবিরোধী বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৭৮৬