ক’দিন আগেই জিতেছেন অস্কার, একসঙ্গে দুটো। ‘ওপেনহাইমার’ বানিয়ে সেরা নির্মাতা ও সেরা ছবির পুরস্কার নিজের করে নিয়েছেন। অবশ্য এর বহু আগে থেকেই বিশ্বজুড়ে তাকে নিয়ে, তার সিনেমা নিয়ে বিপুল উন্মাদনা। তিনি ক্রিস্টোফার নোলান। একবিংশ শতকের অন্যতম সেরা নির্মাতা। নোলান যে’কটি ছবি নির্মাণ করেছেন, সবগুলোই পেয়েছে দর্শক–সমালোচকের অসামান্য ভালোবাসা।
তবে তার এক ডজন নির্মাণের মধ্যে যদি স্রেফ দুটি ছবি বেছে নিতে বলা হয়, তাহলে অধিকাংশ দর্শক হয়ত ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও ‘ইন্টারস্টেলার’র (২০১৪) নাম বলবেন। হ্যাঁ, কল্পবিজ্ঞান ধারার ছবিগুলো রীতিমতো কালজয়ী হয়ে গেছে। আর নন্দিত ছবি দুটিই ফের আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আগামী এপ্রিলে ছবি দুটি মুক্তি দেওয়া হবে তাদের হলগুলোতে।
সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণা বার্তায় তারা বলেছেন, আমরা জানি, আপনারা ইতোমধ্যেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। হ্যাঁ, ক্রিস্টোফার নোলানের অস্কার জয়ের প্রতি সম্মান জানিয়ে ‘দ্য ডার্ক নাইট’ ও ‘ইন্টারস্টেলার’ পুনরায় মুক্তি দিচ্ছি আমরা। সিনেমাটিক মাস্টারপিস উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে যান। এপ্রিলেই আসছে বড় পর্দায়। বিষয়টি নিয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ছবিগুলো নিয়ে দর্শকের মধ্যে একটা আগ্রহ তো বরাবরই আছে। আর সমপ্রতি ক্রিস্টোফার নোলানের অস্কার পাওয়ার পর তার ছবি নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে।