‘সঠিত তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের আয়োজনে চট্টগ্রাম সার্কিট হাউসে এ উপলক্ষে র্যালি, ভোটার তালিকা ভুক্ত, এনআইডি কার্ড বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে চট্টগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে এসে শেষ হয়। এরপর আালোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা, এএসপি কবির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, দেশের প্রাপ্ত বয়স্ক বৈধ নাগরিকদের ভোটার হওয়ার অধিকার রয়েছে, তবে এক্ষেত্রে তাদেরকে সঠিক তথ্য দেয়া বাধ্যতামূলক। ভোটার হওয়ার পদ্ধতি এখন অনেক সহজ হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, ১৮ বছরের প্রাপ্ত বয়স্ক দেশের যে কোনো নাগরিক যে কোনো সময় ভোটার হতে পারেন এখন। সঠিক তথ্য দিয়ে সারা বছর ভোটার হওয়ার সুযোগ রয়েছে।
র্যালি শেষে আলোচনা সভায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ভোটার হওয়ার ক্ষেত্রে আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সকল শ্রেণি পেশার নাগরিকদের সচেতন করতে হবে। নির্বাচন কমিশন এখন দেশের নাগরিকদের ভোটার হওয়ার ক্ষেত্রে আধুনিক সেবা প্রদান করছে। তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হাতে স্মার্ট আইডি কার্ড তুলে দিতে, যে কোন প্রকার সহযোগিতা করতে আমরা প্রস্তুত। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর বেলা ১২টায় নতুন ভোটারদের মাঝে এনআইডি বিতরণ করা হয়। দুপুর ২টায় নতুন ভোটার নিবন্ধন কর্মসূচি ও বিকাল ৪টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এনআইডি সেবা প্রদান করা হয়।