দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

আবারো দেশের দ্রুততম মানব হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন আর দ্রুততম মানবী হলেন শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হন ইসমাইল আর নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন শিরিন। বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল হোসেন দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রাখেন। এ নিয়ে টানা তৃতীয়বার দেশের দ্রুততম মানব হলেন কুমিল্লার ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন। অন্যদিকে ১১.৮০ সেকেন্ডের মধ্যেই দৌড় শেষ করেন শিরিনের। জাতীয় চ্যাম্পিয়নশিপ ও সামার মিট মিলিয়ে টানা ১১ বার দেশের দ্রুততম মানবী হয়ে নিজের রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করেন সাতক্ষীরার শিরিন আক্তার। গত বছর জানুয়ারিতে চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারের দুই সেরা অ্যাথলেট এবারও ধরে রাখলেন নিজেদের শ্রেষ্ঠত্ব। তবে দ্রুততম মানবী শিরিন নিজের টাইমিংয়ের উন্নতি করলেও পেছনে হেটেছেন ইসমাইল। চট্টগ্রামে ঘাসের ট্র্যাকে ইসমাইল সময় নিয়েছিলেন ১০.৪০ সেকেন্ড, এবার ১০.৫৫। শিরিন চট্টগ্রামে দৌড় শেষ করেছিলেন ১২.১০ সেকেন্ডে, ঢাকায় ১১.৮০। তবে দুটিতেই হ্যান্ডটাইমিং। যার কোনো গ্রহণযোগ্যতা নেই আন্তর্জাতিক পর্যায়ে। এদিকে গতবছরের স্বর্ণ জয়ী রুমকির ১.৬৮ মিটারের রেকর্ড ভেঙে এবার ১.৭০ মিটার লাফিয়ে মেয়েদের উচ্চলম্ফে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট গাইবান্ধার ঋতু আক্তার। সকালে চ্যাম্পিয়নশিপের প্রথম ইভেন্ট পুরুষদের ম্যারাথনে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ ফরিদ মিয়া। পুরুষদের শটপুটে সেরা হয়েছেন বাংলাদেশ পুলিশের ইমতিয়াজ হোসেন (১৪.১৪ মিটার)। শুক্রবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে তিনদিনব্যাপী ৪৪ তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না ওয়ালশের
পরবর্তী নিবন্ধআলহ্‌াজ গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু