‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক অবস্থা বদলে দেবে পদ্মা সেতু’

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘পদ্মা সেতুর আর্থ-সামাজিক প্রভাব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চবি চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি অর্থনীতি বিভাগের প্রফেসর আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সভাপতিত্বে এবং চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক।

উপাচার্য তার বক্তব্যে বলেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হওয়ায় এ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এতে একদিকে যেমন দেশ-বিদেশের শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়বে অন্যদিকে ঐ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে।

তিনি বলেন, অসীম সাহস, দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতা সর্বোপরি অটুট মনোবল এবং বিশ্বাস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে ৩ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে নানা আয়োজন