১০ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে জেলা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
তিনি বলেন, সারাদেশের মানুষ জানে হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। হাসিনা ৫টি আসনে নির্বাচন করে শুধু গোপালগঞ্জে নির্বাচিত হয়েছেন। আর খালেদা জিয়া যে ৫টি সংসদে নির্বাচন করেন, সবকটিতে জিতেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে হাসিনার অধীনে নির্বাচন হবে না। হাসিনা ফখরুল–মঈন উদ্দীনের সাথে আঁতাত করে জিতেছেন। বিএনপি ক্ষমতায় গেলে লুটপাটদের বিচার করা হবে। সুইচ ব্যাংকে যে টাকা পাচার হয়েছে তার ৭০ ভাগ এ দেশ থেকে পাচার হয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করে ভারতকে বলছে তাদের সাহায্য করার জন্য।
বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা বলেন, আমরা দ্রব্যমূল্য কমানোর জন্য আন্দোলন করছি। এ দেশের লাখ লাখ জনগণ খালেদা জিয়াকে ক্ষমতায় চায়। এ দেশ থেকে দুর্নীতি যাবে না। শেখ হাসিনা ক্ষমতায় যতদিন থাকে। আমাদের ১০ দফা দাবি মানতে হবে। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সভাপতি এ্যাড. দীপেন দেওয়ান, সাবেক পার্বত্য উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান। জনসামবেশে দলটির জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা করেন।