দেশের চলমান অগ্রগতি ধরে রাখতে হবে

ঈদ উপহার বিতরণকালে মেয়র

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, পঁচাত্তরের পনের আগস্টের পর বাংলাদেশের সব অগ্রযাত্রা থমকে গিয়েছিল। একটি গোষ্ঠী সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল’ জারি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল।

তারা আসলে এই দেশের উন্নতি চায়নি। স্বাভাবিকভাবে তাদের মানসিকতাই ছিল স্বাধীনতা বিরোধী। তিনি আরো বলেন, আমাদের দেশের অর্থনীতি কৃষিভিত্তিক কিন্তু শিল্পায়নও প্রয়োজন। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে।

এজন্য বাংলাদেশের চলমান অগ্রগতিকে ধরে রাখতে হবে। গতকাল শুক্রবার বিকেলে আগ্রাবাদ হাতেখড়ি স্কুল মাঠে মহানগর যুবলীগের সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে একথা বলেন। কাজী মোহাম্মদ আরেফুর রহমানের সভাপতিত্বে এবং মো. সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী, অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী, উপ-পুলিশ কমিশনার আবদুর ওয়ারিশ, মো. জালাল, আনিফুর রহমান লিটু, আবুল কাশেম ভূঁইয়া, আবদুর রহিম, শাহিনুর বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধকম সৌভাগ্যবানদের মুখে হাসি ফোটানো শ্রেষ্ঠতম সেবা