ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন ,দেশের এ ক্রান্তিকালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো দেশপ্রেমিক নেতা বেশী প্রয়োজন। তিনি আজীবন কৃষক-শ্রমিক- মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত এবং গণমানুষের নেতা ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন,আমাদের মহান স্বাধীনতা সংগ্রামেও মওলানা ভাসানীর অবদান অবিস্মরণীয়। তিনি গতকাল বৃহস্পতিবার নন্দনকানন পুলিশপ্লাজাস্থ পরিষদ কার্যালয়ে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরিষদ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাশেম শরীফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেএসডি সভাপতি ডা. জবিউল হোসেন, আলেয়া চৌধুরী, অধ্যক্ষ মুছা সিকদার, হাসান মারুফ রুমি, অধ্যাপক মাহমুদ নূর, কাশেম শরীফ, সেলিম নূর, আরিফুল হক তায়েফ, বেলায়েত হোসেন, সৈয়দ মো. আবু তাহের, গিয়াস উদ্দিন হায়দার, মহিউদ্দিন বকুল, হাজী নবী, চৌধুরী মো. হাসেম, মো. আবছার, সৈয়দুল আলম, মোজাম্মেল হক, মো. আলী, মোক্তার আহম্মদ প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন-জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য ভাসানী অনুসারী পরিষদ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং গণতন্ত্র মঞ্চেও যোগদান করেছেন। তাই মানুষের ভোটের অধিকার রক্ষায় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে নতুবা আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। প্রেস বিজ্ঞপ্তি।