দেশের কোন বিশেষ এলাকার জনগণকে পিছিয়ে রাখা হবে না : সুপ্রদীপ চাকমা

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, তিন পার্বত্য জেলার জনগোষ্ঠীকে পিছিয়ে রাখা হয়েছিল। অন্তর্বর্তীকালীন এ সরকার দেশের কোন বিশেষ এলাকার জনগণকে কোনোভাবেই পিছিয়ে রাখবে না। গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্ল্লেক্স ভবনের অডিটোরিয়ামে বান্দরবান পার্বত্য অঞ্চলের সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ও অবসরপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে এলে তাদের উদ্দেশ্যে উপদেষ্টা এ কথা বলেন। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধচিন্তা ও কর্মে যিনি ছিলেন অসাম্প্রদায়িক, মানবব্রতী ও আধুনিক
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের নিকটস্থ সিএমএইচ-এ যোগাযোগ করার অনুরোধ