দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়

মতবিনিময় সভায় ডা. শাহাদাত

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়। বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, পেশাজীবী এমনকি সশস্ত্র বাহিনীর লোকজনও আজ নিরাপদ নয়। সর্বশেষ লেফটেন্যান্ট ওয়াসিমকে সরকার দলীয় নেতারা যেভাবে পিটিয়েছে তা নজিরবিহীন। মঙ্গলবার বিকালে ১৪নং লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সুরক্ষাসামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। ডা. শাহাদাত বলেন, গত ১০ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছে। দেশের মানুষের কথা বলার স্বাধীনতা নেই। সরকারের সমালোচনা করলে একের পর এক মিথ্যা মামলার শিকার হতে হয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র ফিরে আসবে। ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। এদেশের মানুষ বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। দেশ আজ সন্ত্রাস ও ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সভায় সভাপতিত্ব করেন ১৪নং লালখান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মজুমদার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার, চাকসু ভিপি মো. নাজিম উদ্দীন, সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম, শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম, কামরুল ইসলাম, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, নগর বিএনপির সহ-সম্পাদক আবদুল হালিম স্বপন, ইদ্রিস আলী, ইউসুফ জামান, মারিয়া সেলিম, নাসরিন বাপ্পি, গুলজার বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি
পরবর্তী নিবন্ধরাসুল (দ.) সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ