দেশের কোথাও কোনো চাঁদাবাজি থাকবে না

চকবাজার ওয়ার্ডে পথসভায় সুফিয়ান

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ক্ষমতায় এলে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই বিএনপির মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস নয়এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স। শুধু চট্টগ্রামে নয় বাংলাদেশের কোথাও কোন চাঁদাবাজি থাকবেনা। সন্ত্রাসের কবর রচনা করা হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন ঠাঁই হবেনা। মাদক নির্মূল করা হবে। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত।

তিনি গতকাল শনিবার ১৬নং চকবাজার ওয়ার্ডের অলি খাঁ মসজিদ মোড়, জয়নগর, কলেজ রোড এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণসংযোগের পূর্বে তিনি চকবাজার অলি খাঁ মসজিদে আছরের নামাজ আদায় করেন। ওয়ার্ড বিএনপির আহবায়ক মঞ্জুর আলম মঞ্জুর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মো. মহসিন, সালাউদ্দিন কায়সার লাভু, শফিকুল ইসলাম, এম এ হামিদ, এম এ হালিম বাবলু। বক্তব্য রাখেন জাহেদুল হক জাকু, শাহাজাহান কবির শাহীন, খালেদ সাইফুল্লাহ, নুরুল আলম শিপু, আনিসুজ্জামান সায়মন, হাফেজ আহমদ, সেলিম বাদশা, মো. মামুন, রাহাত উল্লাহ রবিন, আলাউদ্দিন আলো, কুতুব উদ্দিন নয়ন, মামুন খন্দকার, আমির খসরু মাহমুদ রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর আর আই মোল্লার মৃত্যুতে আইআইইউসি ভিসির শোক
পরবর্তী নিবন্ধমানুষ ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দেয়ার নিশ্চয়তা চায়