দেশের কল্যাণে সুফিবাদী মতাদর্শীদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া প্রয়োজন

জমিয়তুল মোদার্রেছীন মহানগরের মতবিনিময়ে অধ্যক্ষ শাব্বির মোমতাজী

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শিব্বির আহমদ মোমতাজী বলেছেনরাজনীতিতে একে একে সকল বাদমতবাদের অসারতা দৃশ্যমান। অনস্বীকার্য বাস্তবতা হলো, অহিংস রাজনীতির অন্যতম মডেল সুফিবাদী আদর্শ। যা ইতোমধ্যে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপনে সক্ষমতা অর্জন করেছে। রাজনীতিতে যে ক্রান্তিকাল অতিক্রম করছে, তা থেকে উত্তরণে সুফিবাদী আদর্শ সঞ্জীবনী হিসেবে কাজ করবে বলে মন্তব্য করে তিনি দেশজাতির কল্যাণে সূফিবাদী মতাদর্শীদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। তাই তিনি আসন্ন নির্বাচনে সুফিবাদীদের পক্ষে কাজ করার জন্য সকলের নিকট উদাত্ত আহবান জানান।

গতকাল সোমবার স্টেশন রোডস্থ হোটেল দি এলিনা হল রুমে সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্‌ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ রফিক আহমদ ছিদ্দিকী, উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ একরামুল হক, অধ্যক্ষ আমির আহমদ আনোয়ারী, উত্তর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ছালেহ আহমদ আনছারী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আলা উদ্দীন আল কাদেরী, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মহিউল হক, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ ড. খলিলুর রহমান, অধ্যক্ষ জানে আলম নিজামী, কাজী ইসমাইল, শাহাজাদা মহিউদ্দিন মুহাম্মদ তাওসিফ রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাই কোর্টের আদেশ স্থগিত, ভোটের পথ খুলল মান্নার
পরবর্তী নিবন্ধএক ডেপুটি ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি