চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের একটাই পরিচয় আমরা সকলেই বাংলাদেশী। এই দেশে মুসলমানের যেমন অধিকার আছে ঠিক তেমনি ভাবে সকল ধর্মের মানুষের সমান অধিকার। ধর্ম যার যার রাষ্ট্র সকলের। এই বাংলাদেশ আমার আপনার আমাদের সকলের। এই সরকার বাংলাদেশকে চরম অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সহ সকলকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হতে হবে। এ সরকারের অধীনে কেউ নিরাপদ নয়। এ সরকার দমন–নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রকামী সকল মানুষের মতকে স্তব্ধ করে দিতে চায়। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। তিনি গত গতকাল বড়দিন উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শীতবস্ত্র বিতরণকালে অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান এবং সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক রাজীব ধর তমালের সভাপতিত্বে বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা অপর্ণা রায় দাস। বক্তব্য রাখেন ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম–আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, সদস্য মোহাম্মদ আলী, সাংবাদিক জাহিদুল করিম কচি, অধ্যাপক ঝন্টু বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, নগর মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, সুভাষ চন্দ্র দাস, মিল্টন বৈদ্য, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সীমান্ত দাস, পার্থ প্রতিম বড়ুয়া, অপু, অজয় সেন, জাকির হোসেন, ইউসুফ শিকদার, অপু সিংহ, দীপা দাস, কমল জ্যোতি বড়ুয়া, সুকান্ত তালুকদার, জুয়েল, বাপ্পি দে, রুবেল দাস, প্রান্ত বসাক, সাজু দাস, সুকান্ত মজুমদার, সজীব দত্ত, মিঠুন দাস, মংগ্নু মারমা, বাপ্পি কান্তি দাস, জিকু দে, লিটন কান্তি দাস, রিগেন নন্দী প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।