জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে উন্নত রাষ্ট্রের মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যারা ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে। তিনি গতকাল শুক্রবার পটিয়ায় সামাজিক সংগঠন এবিটস এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খলীল–মীর কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এবিটস এর সভাপতি এম. ইদ্রিচ চৌধুরী অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয় এবং সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জীবনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুল হক, খলিল–মীর কলেজের অধ্যক্ষ এস.এম মিজবাহ–উর রহমান, পটিয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, মোজাম্মেল হক রাজধন, এবিটস এর প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু, জসীম উদ্দীন বাবু, আবু তাহের ইমু, সাইফুল ইসলাম সাইফু, সহ–সভাপতি হাশেম বাহাদুর, আজিজুল হক, মামুন জীবন, রায়হান বোরহান, ইমাম জিসান, নাঈম বাবু, শহিদুল আলম, আয়ুফুর আলম, শাকিলা সোনিয়া, সায়েম প্রমুখ। এবিটস এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে কসমেটিকস খৎনা এবং বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।