দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখছে যুব মহিলা লীগ

আলোচনা সভায় মোছলেম উদ্দীন এমপি

| বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবমহিলা লীগ সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার ও প্রসারের নির্দেশ দেন। যুবমহিলা লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল ভার্চুয়ালি দক্ষিণজেলা যুব মহিলালীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান আলোচকের বক্তব্যে মফিজুর রহমান বলেন, নারীদের উন্নয়ন, নেতৃত্ব ও বর্তমান সরকারের নানান কর্মকাণ্ডের সারথী যুব মহিলালীগের কর্মীরা প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে সরকার ঘোষিত লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যুবমহিলালীগের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এড. জোবাইদা গুলশান আরা জিমি। যুগ্ম আহ্বায়ক মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাছিমা আক্তার চৌধুরী, সিনিয়র সদস্য দিলরুবা শিরিন, রোকসানা আহমেদ সুখী, নীলুফার জাহান, অ্যাডভোকেট শামীমা হক বিথী, যগোদা চৌধুরী সুপ্রিয়া,আয়েশা সিদ্দিকী রুমি, অ্যাডভোকেট শ্যামলি চৌধুরী, কামরুন নাহার, হাসিনা তুল তাসকিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ১৫৬০ কেজি ছোট মাছ জব্দ, জরিমানা
পরবর্তী নিবন্ধঅবশেষে রাউজানের সেই নবজাতক উদ্ধার