দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম

চন্দনাইশে সাক্ষরতা দিবসের র‌্যালিতে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। তাই নাগরিকদের ন্যুনতম সাক্ষর জ্ঞান সম্পন্ন হওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের সকল শ্রেণীপেশার মানুষকে শিক্ষিত করার পাশাপাশি সাক্ষর জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বছরের ১ম দিন নতুন বই প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগসুবিধা প্রদান করছেন। ফলে দেশে শিক্ষিতের হার অনেকাংশে বেড়েছে। সাক্ষরতার গুরুত্ব ও উপকারিত সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই প্রতিবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে।

তিনি গতকাল শুক্রবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি মাস্টার আহসান ফারুক। এ সময় উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমকে চিটাগাং উইম্যান চেম্বারের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরু-মহিষ জব্দ