ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সলর ড. এম শামছুল আলম বলেছেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে বৃটিশরা কোরআনের আয়াত ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’ সংযোজন করেছিল কিন্তু দুঃখের বিষয় গত সরকার এটিকে বাদ দিয়ে দেয়। যারা মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করতে চেয়েছিল আজ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা পড়ুয়া শিক্ষকরা চালায়। গতকাল শুক্রবার বেলা ১১ টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি মাওলানা এ. এইচ. এম. বদিউল আলম জিহাদী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, ড. মুহাম্মদ আমিনুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক, মুহাম্মদ তাওহীদুল ইসলাম, ড. লায়ন মুহাম্মদ সানা উল্লাহ, এডভোকেট হেলাল বিন মঞ্জুর, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তাহের শওকত, মাওলানা কামাল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওয়াক্কাচ। এসময় লায়ন মুহাম্মদ মুজিবুর রহমান, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসাইন, গভর্নিং বডির সদস্য এডভোকেট জেএম মিনার সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।












