দেশী-বিদেশী পর্যটকদের সেবা নিশ্চিত করতে হবে

ওয়েল পার্ক রেসিডেন্সের পর্যটন দিবসের সভায় এম এ মনছুর

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

টেকসই উন্নয়নে পর্যটন’ শীর্ষক স্লোগানকে ধারণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করে নগরী জিইসির মোড়স্থ ওয়েল পার্ক রেসিডেন্সে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা।

২৭ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় হোটেলের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর বলেন, সরকারিবেসরকারি যৌথ উদ্যোগে দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। পর্যটক আকর্ষণের ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও আমাদের পর্যটনকে আমরা বিশ্ব দরবারে যথাযথভাবে উপস্থাপন করতে পারিনি। তাছাড়া পর্যটন কর্পোরেশনের সাথে সমম্বয় করে আমাদের হাই কমিশনগুলোও আমাদের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে। পর্যটন খাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের অধিকতর সম্পৃক্ততা নিশ্চিত করতে সরকারী পৃষ্ঠপোষকতা ও সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। তিনি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দেশীবিদেশী পর্যটকদের আধুনিক আন্তর্জাতিকমানে সেবা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আমাদেরকে সর্ব্বোচ্চ সচেতনতার সহিত কাজ করে যেতে হবে। আবু কাইয়ুমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মামুন আল রশীদ, মোরশেদউল আলম, তানজির আমীর চৌধুরী, মেসবাহ উদ্দিন, বিশ্বনাথ দাশ, আব্দুল মাবুদ, পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিপিডিএল সুলতানা গার্ডেনিয়ায় হ্যাপি কমিউনিটি ওয়েলনেস কার্নিভাল
পরবর্তী নিবন্ধদুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ