বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ঘোষিত দেশীয় ফলের চারা বিতরণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার পার্সিভিল পাহাড়ে একটি পেয়ারা চারা রোপন এবং ছাত্র, শ্রমিক, আলেমসহ নানা শ্রেণি পেশার মানুষের মাঝে পেপে, পেয়ারা, লেবুসহ দেশীয় ফলের চারা বিতরণ অনুষ্ঠানে মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশি ফলের চারা লাগিয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করুন। দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। এসময় আরও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চকবাজার থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমীর শহীদুল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, নুর হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।