দেশি-বিদেশি চক্রান্তে সংঘটিত হয়েছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ড

নগর বিএনপির সভায় ড. সিদ্দিক আহমেদ

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

সদ্য স্বাধীন বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এজন্যই দেশিবিদেশি চক্রান্তে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে লালন করে ২৪ এর ফ্যাসিস্ট বিরোধী ছাত্রজনতার আন্দোলনের স্পিরিট ধারণ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি গৃহীত তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. সিদ্দিক আহমেদ চৌধুরী এ কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে নাসিমন ভবন দলীয় কার্যালয় সামনে বিজয় মঞ্চে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী আরও বলেন, সমাজে সকল মানুষের সমঅধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশি জাতীয়তাবাদের বিকল্প নেই। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রথম শ্লোগান দিয়েছেন শহীদ জিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিগত ১৬ বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ৭১ এর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ন্যায় দেশকে আবারও মেধাশূন্য করার চেষ্টা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করে দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সভায় আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল, ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মহানগর বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমান। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশ বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধনিঃসঙ্গ কবির শেষ বিদায়ে সঙ্গী ভালোবাসা