দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, অর্ণবকে ৮০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ানজি পুকুর পাড় এলাকায় অর্ণব নামের একটি প্রতিষ্ঠানকে দেশি পোশাককে বিদেশি বলে বিক্রিসহ নানা অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার। অভিযানে অর্ণবসহ দেওয়ান বাজার এলাকার তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে দেখা গেছে, ‘অর্ণব’ প্রতিষ্ঠানটি দেশি পোশাক বিদেশি বলে বিক্রি করা, উচ্চমূল্যে পোশাক বিক্রি কিন্তু যথাযথ ক্রয় ভাউচার দেখাতে না পারা, অননুমোদিত বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রয়, বিভিন্ন পণ্যের নিজেরাই প্রাইসগান ব্যবহার করে স্টিকার দিয়ে মূল্য ঠিক করে বিক্রি করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত ফুডল্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে অননুমোদিত এবং মূল্যহীন বিভিন্ন পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা এবং মোমিন রোডে অবস্থিত ‘সাহারা সুপার সপে’ অননুমোদিত কফি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করা ও শিল্পরং খাবারের রঙ হিসেবে বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালে শাক তুলতে গিয়ে ওরা আর ফিরল না
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কাঁচির আঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু