দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য দমনের দাবিতে চট্টগ্রাম–৯ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর আহ্বানে জামালখান নিজ কার্যালয়ে সভা এক অনুষ্ঠিত হয়। দিদারুল আলমের সভাপতিত্বে সভায় লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, ততোই দেশব্যাপী অজানা কারণে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টার্গেট করে গণপরিবহনে আগুন লাগিয়ে দিয়ে অগ্নিসন্ত্রাস সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, জোর পুর্বক অসহায় মানুষের জায়গা সম্পদ অবৈধভাবে দখল করে নিয়ে যাওয়া হচ্ছে, নির্বাচনী গণসংযোগ করাকালীন প্রার্থীর জীবননাশের চেষ্টা চালানো হচ্ছে, খুন ধর্ষণের ঘটনা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় দেশের সাধারণ মানুষ উৎকণ্ঠায় আছেন। তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের কারণে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরণের অনিশ্চয়তা থেকে জাতি মুক্তি চায়। সন্ত্রাসী হামলাকারী, অগ্নিসন্রাসী, নৈরাজ্য সৃষ্টিকারী, অবৈধ অস্ত্রধারীদের ও চাঁদাবাজদের কঠোর হাতে দমন করার জন্য তিনি সরকার, প্রশাসন ও আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম, মো. গিয়াসউদ্দিন, রাহেনা আক্তার, মো. ফারুক, মো. হানিফ, রোজিনা আক্তার, পান্না আক্তার ও রহিমা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












