দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে

মহানগর ছাত্রদলের শীর্ষ নেতাদের জরুরি সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে দলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত আছে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শীর্ষ নেতারা। গতকাল বৃহস্পতিবার সমসাময়িক বিষয় ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাথে আওতাধীন থানা সমূহের আহ্বায়ক, সদস্য সচিবও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর সাথে অনুষ্ঠিত জরুরি সাংগঠনিক সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। এতে সভাপতির বক্তব্যে নগর ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম বলেন, সাংগঠনিক সচেতনতা বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালী করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষায় রাজপথে থাকার জন্য নির্দেশনা দেন।

জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেভাবে এই দেশের ক্রান্তিকালে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছিল ঠিক তেমনি বর্তমানে ছাত্রদলকে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিতে বলেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদল কে রাজপথে থাকার প্রস্তুতি নিতে বলেন। নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, মহানগরের আওতাধীন থানা সমূহের নেতৃবৃন্দকে ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে তৃণমূল নেতৃবৃন্দকে সুসংগঠিত করে দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১দফা প্রচার এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান। দেশ এবং দলের স্বার্থে ছাত্রদল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে এবং সাধারণ মানুষের কাছে সচেতেনতা বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করার জন্য পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ( মাস্টার আরিফ), আরিফুর রহমান মিঠু, মাহাম্মদ আনাস, নুর জাফর নাইম রাহুল, সদস্য শামসুদ্দীন শামসু, আল মামুন সাদ্দাম।

পূর্ববর্তী নিবন্ধগণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে
পরবর্তী নিবন্ধজমিয়তুল মোদার্রেসীনের সাথে পীর-মাশায়েখদের মতবিনিময়