দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, সবার ওপর দেশ। তারপর দল। এরপর আমরা। এই বোধ নিয়ে রাজনীতি করলে কেউ আমাদের সফলতা নষ্ট করতে পারবে না। গতকাল সকালে চন্দনাইশ আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মোছলেম বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আদর্শিক শক্তি দিয়ে দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুকন্যার সিদ্ধান্ত ও বিশ্বাসের প্রশ্নে সবাই এক। অতীতেও আমরা তা দেখেছি। ভবিষ্যতেও এই ঐক্য বজায় রাখতে হবে। সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে কাজ করাটাই আমাদের কর্তব্য। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে চন্দনাইশ ও সাতকানিয়ায় ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চন্দনাইশ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু। বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি হাবিবুর রহমান চেয়ারম্যান, দপ্তর সম্পাদক আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, মাহবুবুল রহমান শিবলী, বলরাম চক্রবর্ত্তী, ফেরদৌস আলম, আবদুল মালেক রানা, আবু হেনা ফারুকী, মাহাবুবুর রহমান চৌধুরী, বাবর আলী ইনু, শাখাওয়াত হোসেন শিবলী, আরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, মাহমুদুল হক বাবুল, আবুল কাশেম বাবুল, উৎপল রক্ষিত, জাকির হোসেন, ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তৌহিদুল আলম, সেলিম হোসেন, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।