ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হয়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই তখনই শেষ হবে, যখন সবার অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে দেশের মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারবে, তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। তখন জনগণের সরকার প্রতিষ্ঠার মাধম্যে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। দেশবাসীর প্রত্যাশা বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের উচিত গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা। কেননা বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানামুখী চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতাকর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি গতকাল রোববার বিকেলে নগরের মোহরা ওয়ার্ডের উত্তর মোহরা ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভুঁইয়া, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ম. হামিদ, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার হোসেন, থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মানিক চৌধুরী, থানা বিএনপির নেতা সালামত আলী, মহানগর যুবদল নেতা জমির উদ্দিন মানিক, মোহরা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বাদশা, মো. ইব্রাহিম।
ইউনিট বিএনপির সভাপতি ইমাম উদ্দিন মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মো. হায়দার, শফি, বিএনপি নেতা আমিন, জসিম, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিদ হাসান রনি, চান্দগাঁও থানা যুবদলের সিনিয়র যু্গ্ম আহ্বায়ক মোরশেদ কামাল, মোহরা ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, আনোয়ার সাদেক রুবেল, ও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ, বাবর মোহাম্মদ, জহুরুল ইসলাম জহির, হোসেন মো. মাসুম, মোহরা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহব্ায়ক মনছুর উদ্দিন, সদস্য সচিব দেদুল বড়ুয়া, মো. জাবেদ, আব্দুল কাদের, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবলু, রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক মনছুর আলম, জুয়েল, হান্নান করিম, সাইফুল, মাসুম সাফায়েত, রুবেল। প্রেস বিজ্ঞপ্তি।