দেশবাসীকে বিভ্রান্ত করতে জামায়াত পিআর নিয়ে আন্দোলন করছে

বোয়ালখালীর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভায় এরশাদ উল্লাহ

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী ৮ নম্বর শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা গত শনিবার ইউনিয়নের নুরুল্লা মুন্সীর হাটে অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খাঁনের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা মজিবত উল্লাহ মজু, জাকির হোসাইন, সারোয়ার আলমগীর, আবু আকতার, স্বপন কুমার শীল, মুসলিম মিয়া, জয়নাল আবেদীন সিকদার, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি জসিম উদ্দিন মেম্বার ও দৌলত মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করত আমার ভোট আমি দিব আপনার ভোটও আমি দিব নীতিতে বিশ্বাস করত। নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। একটি দল দেশবাসীকে বিভ্রান্ত করতে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে। পিআর হচ্ছে পি মানে পেছনে আর মানে রাস্তা। অর্থাৎ তারা পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যেতে চায়। দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এই একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃব্যবস্থা করতে ন্যায়নিষ্ঠ বিচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতেই শহীদ ওয়াসিম জীবন দিয়েছেন। বোয়ালখালীর কৃতি সন্তান শহীদ ওমর জীবন দিয়েছেন। শান্ত জীবন দিয়েছেন। তাই প্রার্থীকে নয় দলের প্রতীককে প্রাধান্য দিয়ে নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। জামায়াত ক্ষমতায় যেতে মিথ্যা প্ররোচনা ও মিথ্যা আশ্বাস দিয়ে ধর্মকে ব্যবহার করছে। তিনি বলেন, ৫ আগস্টের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিন্ন ধর্মের মানুষদের নিরাপত্তা দেওয়ার জন্য দলকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছিলেন। তাই চট্টগ্রামসহ সারাদেশে সামপ্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণের মাঝে প্রচার প্রচারণা চালানোর আহ্বান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন ৮ নম্বর শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, সদস্য সচিব এমদাত আনসারি, নজরুল ইসলাম বাবু, ইসমাইল হোসেন বাদশা, তড়িৎ বড়ুয়া, শওকত আলী, হাসান চৌধুরী মেম্বার, মো. আলমগীর, এমরান আলী শাহরুখ, বাবর আলী, মাহমুদ উল্লাহ, সালাহউদ্দিন রুবেল, কহিদুল আলম, জয়নাল আবেদিন, সাইমুল করিম সুমন, অহিদুর রহমান, দিদারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম নান্নু, মনিরুল ইসলাম আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাবের অভিষেক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাজারে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম